নিজস্ব প্রতিবেদক :- গতকাল শুক্রবার দুপুরের পর ঢামেক হাসপাতালের মর্গে এসে বাবার মরদেহ শনাক্ত করেন সময় টিভির তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মরত কোরবান আলী ভুইয়া রবিন।
নিখোঁজের ১১ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বাবার মরদেহের সন্ধান পেয়েছেন ছেলে। মৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৬০)। তিনি প্রাণী সম্পদ গবেষণাগারের সাবেক গাড়িচালক বলে জানিয়েছেন স্বজনেরা।
ঢাকা রেলওয়ে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বজলুর রশীদ জানান, গত ৪ মার্চ রাজধানীর কাওলা এলাকায় ট্রেনের সামনের অংশে ধাক্কা লেগে ট্রেনের সঙ্গে আটকে গেলে ওই ব্যক্তিকে টেনে নিয়ে যায় এক কিলোমিটার পর্যন্ত। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাণীসম্পদ গবেষণাগারের সাবেক এই গাড়িচালক। পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিস হিসেবে মরদেহ রাখা হয়েছিল ঢামেক মর্গে।
নিহতের ছেলে রবিন বলেন, ‘গত ৪ মার্চ গাজীপুরের বাসন থানা এলাকার বাসা থেকে বের হয়েছিলেন আমার বাবা রফিকুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। থানায় সাধারণ ডায়েরির পাশাপাশি খোঁজাখুঁজি করা হয় বিভিন্ন এলাকায়। সবশেষ শুক্রবার খোঁজ মিলল আমার বাবার, তবে জীবিত নয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমঘরে মিলল মরদেহ।’
রবিন আরও বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ মর্গ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর গাজীপুরের বাসন থানা এলাকায় দাফন করা হবে।