নিজস্ব প্রতিবেদক ঃ- আজ ২২ রমজান, (২৩শে মার্চ ২০২৫) রবিবার,বাদ আছরে “ঢাকা যুব ফাউন্ডেশন” এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে, চট্টগ্রাম সমিতি, অডিটোরিয়াম, (বাংলাদেশ সচিবালয়ের বিপরীতে) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান হয়।
রমজান সিয়াম সাধনার মাস এ মাস মুসলিম জাহানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। পবিত্র কুরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, বদর যুদ্ধের মাস, তারাবিহ, কুরআন তেলাওয়াত, ইতেকাফ, দান-খয়রাতসহ অন্যান্য ইবাদত-বন্দেগির মাস। ত্যাগ-তিতিক্ষা সংযম, সমবেদনা ও সহমর্মিতার বার্তাবহ, রহমত (অনুগ্রহ) মাগফিরাত (ক্ষমা) ও নাজাতের (জাহান্নাম থেকে মুক্তির) মাস রমজান।
সকল সদস্যদের মাঝে ২২তম, পবিত্র রমজানের ফজিলতও গুরুত্ব তুলে ধরে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
হাফেজ ওয়াসিম উদ্দিন সজিবের, সঞ্চালনায়, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি, মো:শহীদ মাহমুদ শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের, পরিচালক, মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই,সাবেক পরিচালক।
মোঃ সহীদুল হক মোল্লা এফবিসিসিআই সাবেক পরিচালক,
খন্দকার রুহুল আমিন এফবিসিসিআই,সাবেক পরিচালক,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪নং ওয়ার্ডের কাউন্সিলর হাফেজ হারুন। বুড়িগঙ্গা বাচাও আন্দোলনের আহবায়ক, মিহির বিশ্বাস, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের
সভাপতি, মো:আমিনুল ইসলাম টুববুস। আয়োজনে বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের অগ্রজ-অনুজেরা একে অপরের সাথে মতবিনিময় ও মোলাকাতে সামিল হন। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সুরিটোলা মহল্লা পঞ্চায়েতের সভাপতি মোঃ নাজিম উদ্দিন সুবন্ধন সামাজিক কল্যান সংগঠনের সভাপতি।মোঃ হাবিবুর রহমান সহ সভাপতি মোঃ ফারুক হোসেন শিশুদের মুক্ত বায়ূ সেবন সংস্থার প্রচার সম্পাদক। মোঃ সেলিম, নাজিরা বাজার মাদ্রাসাতুল হাদিসের সেক্রেটারি মোঃ আলী হোসেন ফয়সাল নাজিরা বাজার জামে মসজিদের সভাপতি।
বিশিষ্ট ব্যাবসায়ী এবং সমাজ সেবক নিয়াজ মোর্শেদ জুম্মন ফেবোআব এর মো: আবুল হাসনাত লরেল সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।