1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা নীলফামারীতে সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা,আমজনতার দল ছিন্নমূল মানুষের মাঝে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ইফতার বিতরণ চট্টগ্রামের ইপিজেড থানা বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বিয়ের প্রলোভনে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ ৭ বছরের আইন সংশোধনের দাবি হাজারী গলী মহল্লা কমিটির উদ্যোগে ইফতার পার্টি সম্পন্ন ঢাকা ঐতিহ্যবাহী যুব ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পৃথক ঘটনায় চার কিশোরী ধর্ষণের শিকার

নীলফামারীতে সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ,নীলফামারী প্রতিনিধি ঃ-  নীলফামারীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঈদের পরেও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল ও চেকপোষ্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

আজ ১লা এপ্রিল ঈদের পরের দিনে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নীলফামারী সদরের উত্তরা ইপিজেড এবং সৈয়দপুর বাসটার্মিনাল, শুটকির মোড় ও পাঁচ মাথা মোড়ে চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি, হেলমেট ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল আরোহী, নছিমন, ভটভটি এবং প্রাইভেট কার ও বাসে তল্লাসী কার্যক্রম পরিচালনা করে।

 

 

নীলফামারীতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ ফাহিম এহসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওমর ফারুক এবং সৈয়দপুরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোস্তফা মজুমদারের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

 

এ সময় নীলফামারীর ইপিজেড পয়েন্টে পুলিশের উপ-পরিদর্শক(এসআই) প্রশান্ত রায় ও সৈয়দপুর পয়েন্টে এসআই সুজন উপস্থিত ছিলেন।

 

সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ ফাহিম এহেসান জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষে নীলফামারীতে সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঈদের পরও নিরলস ভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ‘যৌথ বাহিনীর চেকপোষ্ট পরিচালনার মুল উদ্দেশ্য হলো সচেতনতা বৃদ্ধিসহ মানুষ যেন নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতিকারীদের তৎপরতা সীমিত রাখা যায়।

 

 

সেনাবাহিনী সুত্র জানায়, গত ২মার্চ থেকে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন ধরনের চেকপোষ্ট ও তল্লাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত দুই উপজেলায় ২৫২টি মামলায় ৮লাখ ৩৬হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে নীলফামারীতে ১৪২টি মামলায় ৪লাখ ৭০হাজার ৬’শ টাকা এবং সৈয়দপুরে ১১০টি মামলায় ৩লাখ ৬৫হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করা হয়।

 

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোস্তফা মজুমদার জানান, কার্যক্রমের ফলে জনগণের মাঝে আরো তৎপরতা ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। চেকপোষ্টের মাধ্যমে লাইসেন্স ও হেলমেট বিহীন মোটর সাইকেল ও মাইক্রোবাসে একাধিক আরোহী থাকায় তাদেরকে সতর্ক করা হয়।

 

এছাড়াও বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসে তল্লাসীসহ সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাসী করা হয়।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট