আব্দুর রশিদ,নীলফামারী প্রতিনিধি ঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার উপজেলা ও পৌর শাখার আয়োজনে নীলফামারী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ডোমার নাট্য সমিতির হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও ভোগডাবরী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গণমানুষের নেতা রেয়াজুল ইসলাম কালু, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আগামী পৌরসভার কান্ডারী আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান আনু,সাধারণ সম্পাদক সাংবাদিক মোজাফফর আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র ও যুব নেতা মাসুদ বিন আমিন সুমন।
এসময় বক্তারা বলেন আপনারা যারা সংবাদ কর্মী আপনাদের নিখুঁত সংবাদ পরিবেশন করতে হবে। আমাদের ডোমার ডিমলার উন্নয়নের কান্ডারী ডোমার ডিমলা তথা নীলফামারী জেলার যত উন্নয়ন যার হাত ধরে হয়েছে সকলের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন চৌধুরী তুহিন ভাইকে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য বানাতে আপনারা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।