ভোলা প্রতিনিধি ঃ- ভোলা জেলার চরফ্যশন উপজেলা পরিষদের দক্ষিণ পার্শ্ব বিদ্যমান- রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের আস্তানা খ্যাত নব নির্মিত চরফ্যাসন স্টেডিয়ামটি বাতিল হওয়া প্রয়োজন।
ক্রীড়া উন্নয়ন সংস্থার নেতৃত্বে রাষ্ট্রীয় অর্থায়নে, সন্ত্রাবাদের আস্তানার কাজে ব্যবহারের জন্য বিকট ফ্যাসিবাদের সন্ত্রাসবাদী আস্তানা হিসেবে স্টেডিয়ামটি তৈরী করা হয়েছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে ঢাকার শেয়ার মার্কেট লুটপাটে ক্রীড়া উন্নয়ন সংস্থার লোকজনদেরকে দূদকের মামলায় অভিযুক্ত দেখা গেছে। ক্রীড়া উন্নয়ন সংস্থার ধারা ভাষ্যকার চৌধুরী জাফর উল্যা শরাফতের ভাই নাফিজ শরাফতকে পদ্মা ব্যাংকের টাকা লুটপাটে দেখা গেছে।
নাফিজ শরাফত কর্তৃক শেয়ার মার্কেট থেকে লুটপাট করা টাকার সত্তর কোটি টাকা পদ্মা ব্যাংক ডাকাতি করার জন্য পদ্মা ব্যাংকে বিনিয়োগ করেছিল। তাই তাই “বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪” এর ১৫ নং ধারায় নাফিজ শরাফতসহ ঐ ক্রীড়া উন্নয়ন সংস্থার লোকজনদেরকে মৃত্যূদন্ড প্রদান করার প্রয়োজন আছে। কেননা- দখলকৃত পদ্মা ব্যাংকের টাকার কু ব্যবহারের ফলশ্রুতিতে চরফ্যাসন-মনপুরা উপজেলার সাংসদ জ্যাকব যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছিল। তার আমলেই ক্রীড়া উন্নয়ন সংস্থা জ্যাকবের উপর শয়তানের মত ভর করে চরফ্যাসনের উক্ত সুদূর প্রসারী সন্ত্রাসবাদী আস্তানা বা সন্ত্রাসবাদী স্টেডিয়াম তৈরি করা হয়েছে।
এই জন্য উক্ত স্টেডিয়ামটি বাতিল করা প্রয়োজন। কেননা- ন্যায়বাদী বিচারবোধক চিন্তা ভিত্তিক বিচারের দৃষ্টিতে চরফ্যাসন উপজেলা পরিষদের সামনের নব নির্মিত উক্ত স্টেডিয়ামটি এখন দূদকের মামলার অধীন। উক্ত স্টেডিয়ামটির পশ্চিম পাশে আদালত, পূর্ব পাশে খাস মহল কেন্দ্রীয় জামে মসজিদের প্রকান্ড বিল্ডিং, দক্ষিণ পাশে আবাসিক এলাকা এবং উত্তর পাশে চরফ্যাসন উপজেলা পরিষদের বিভিন্ন অফিস আদালত ভবন।
তাই প্লেসমেন্ট বিবেচনায় ঐ স্থানে কোন ভাবেই স্টেডিয়াম হতে পারে না। কারণ- স্টেডিয়ামের খেলাধূলাকে কেন্দ্র করে হৈ-চৈ, হৈ-হৈ, হৈ-রৈ, রৈ-রৈ, চৈ-চৈ, রৈ-চৈ, রৈ-হৈ, নাচ-গান, বাদ্য-বাজনা, চিৎকার-বাৎকার, গোল-গোল, আউট-আউট, লাউড স্পিকারের বর্ণনা, মারপিট, ধাক্কা-ধাক্কি, শোরগোল, হৈ-হুল্লোর ইত্যাদি খারাপ কান্ড-কীর্তি প্রতি মুহূর্তে চালু থাকে। যা ঐ রকম স্থানে করা আর ঐ এলাকার অফিসে-আদালতে-মসজিদে ও আবাসিক এলাকায় করা একই কথা।
তাই চরফ্যাসন উপজেলা পরিষদের দক্ষিন পাশের, চরফ্যাসন আদালতের পূর্ব পাশের, আবাসিক এলাকার উত্তর পাশের ও মসজিদের পশ্চিম পাশের স্টেডিয়ামটি মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে বাতিল হওয়া প্রয়োজন।
এই ব্যাপারে ইতিমধ্যেই গত ১৬/০৪/২০২৫ ইং তারিখে আইটেম আইডি নং- ডিএল ৬৬৪৫৭৫৭৮৫বিডি মোতাবেক ভোলা জেলার চরফ্যাসন উপজেলার উপজেলা পোষ্ট অফিসের রেজিস্ট্রি ডাকযোগের প্রেরণ রশিদ নং- ৯৯৩ মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ববোধক করনীয়তার জন্য আবেদন করা হয়েছে। উক্ত স্টেডিয়াম নির্মানের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাটও হয়েছে। যা বিগত আওয়ামী ফ্যসিবাদী সরকার ও তাদের লোকেরা ক্রীড়া উন্নয়ন সংস্থার পৃষ্টপোষকতায় করেছে।
তাই অনতিবিলম্বে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের নির্দেশে চরফ্যাসন উপজেলার উপজেলা পরিষদের সামনের স্টেডিয়াম বাতিল হওয়া প্রয়োজন এবং বাতিলকৃত স্টেডিয়ামের সর্বকিছু উক্ত আবেদন মোতাবেক আবেদনকারীকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন। ছবিতে- চরফ্যাসন উপজেলা পরিষদ ভবন।