1. bushrasahittyabd@gmail.com : বুশরা সাহিত্য ম্যাগাজিন : বুশরা সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.pratidineralo.live : প্রতিদিনের আলো :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ছে:কর্মহীন হচ্ছেন খেটে খাওয়া শ্রমিক কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান:অভিযোগের সত্যতা মেলেনি শহিদ কণ্যার ধর্ষণ ও আত্মহত্যার নেপথ্যে প্রেমিক ইমরান মুন্সি ধরাছোঁয়ার বাইরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ তিনটি,সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত গ্রেফতার সিলেটে সেনাবাহিনীর হাতে যুবদল নেতা কাশেম আটক শত্রুতার জেরে কৃষকের কলাগাছ কেটে ফেললো প্রতিপক্ষ কিশোরগঞ্জ হাওরে বজ্রপাতে কৃষক-কৃষাণীসহ নিহত ৩ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাকুন্দিয়ার মাইক্রোবাস চালকের  বামনা থানায় দালালের দৌরাত্ম্য গলাচিপায় ইলিশ মাছের জাল ফেলাকে কেন্দ্র করে মারধর:হাসপাতালে ভর্তি ১জন

গলাচিপায় ইলিশ মাছের জাল ফেলাকে কেন্দ্র করে মারধর:হাসপাতালে ভর্তি ১জন

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ- পটুয়াখালীর গলাচিপায় ইলিশ মাছ ধরার জাল নদীতে ফেলাকে কেন্দ্র করে ১ জনকে মারধর করার খবর পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে। গত শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।

 

এ বিষয়ে আহত মো. পারভেজ মৃধা (৩০) জানান, আমি শনিবার বিকালে পক্ষিয়া লঞ্চঘাট সংলগ্ন নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলি। পরে মো. আকবর (২৩) আমার জালের উপর জাল পাতলে আমার জালটি পেঁচিয়ে পড়ে। আমি বিষয়টি আকবরকে বুঝিয়ে বললেও আকবর আমার সাথে ঝগড়াঝাটি করে। একপর্যায়ে আকবর ক্ষিপ্ত হয়ে নৌকার বৈঠা দিয়ে আমার মাথার উপর বারি দিলে আমার মাথা ফেটে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।

 

এ বিষয়ে আহত পারভেজের মা রাশিদা বেগম বলেন, আমার ছেলের জালের উপর জাল পাতিয়া আমার ছেলের জাল নষ্ট করেছে আকবর। আমার ছেলে আকবরকে বিষয়টি জানালে উল্টো আকবর আমার ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি গলাচিপা থানায় মৌখিকভাবে জানিয়েছি।

 

আমি আকবরের বিরুদ্ধে মামলা করব। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। এ বিষয়ে রবিউল, রাকিব পালোয়ান জানান, আকবর জোর দেখিয়ে একেক জনের জালের উপর জাল পাতে। এর একটা প্রতিকার পাওয়া উচিত। এ বিষয়ে আকবরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আকবর বলেন, পারভেজ আমার আত্মীয়। জাল ফেলাকে কেন্দ্র করে পারভেজ আমাকে ধাক্কা দিলে আমিও ওকে ধাক্কা দেই। এতে ও পড়ে গিয়ে আঘাত পায়। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মো. সালাউদ্দিন বলেন, পারভেজ আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১৯ নম্বর বেডে ভর্তি আছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং সেলাই লেগেছে।

 

এ বিষয়ে গলাচিপা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, মানুষের কাছে মারামারির ঘটনা শুনেছি। দু’পক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট