সিলেট জেলা প্রতিনিধি ঃ-সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে আটক করেছে সেনাবাহিনীর।
রোববার (২৭ এপ্রিল) সন্ধায় সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবারি বাজার থেকে পরিবেশের মামলায় ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে হুমকির অভিযোগে তাকে আটক করেছে সেনাবাহিনীর একটি টিম।
হরিপুরের সেনাবাহিনীর ক্যাম্পের একটি সূত্র আবুল কাশেমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম গত ৫ আগস্টের পর থেকে দলীয় প্রভাব খাটিয়ে জাফলং এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন। অবৈধ বালু-পাথর উত্তোলন ও ভারতীয় চোরাচালান নিয়ন্ত্রণ এবং সংখ্যালোগু পরিবারের জমি দখলসহ একাধিক হামলার ঘটনায় আলোচিত তিনি। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ অবৈধ বালু-পাথর উত্তোলনের ঘটনায় পরিবেশ অধিদপ্তর বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর আবুল কাশেম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে হুমকি দিয়েছেন তিনি।
অভিযোগে প্রকাশ আবুল কাশেমকে জেলা বিএনপি নেতা ও যুবদল নেতারা শেল্টার দিয়ে আসছেন। ফলে তার বিরুদ্ধে স্থানীয় থানা পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।